বাংলাদেশের গ্রামাঞ্চলে অবস্থিত বিভিন্ন কমিউনিটি ক্লিনিকসমূহ ইন্টারনেট সুবিধাসহ ল্যাপটপ কম্পিউটার পাচ্ছে।২০১২ সাল শেষ হবার আগেই আরও ৩,৫০০ ল্যাপটপ বাকি কমিউনিটি ক্লিনিকগুলোতে সরবরাহ করা হবে। কমিউনিটি ক্লিনিক স্থাপনা বর্তমান সরকারের মুখ্য কর্মসূচীগুলোর মধ্যে অন্যতম।
প্রতি ৬,০০০ জনসংখ্যার জন্য একটি কমিউনিটি ক্লিনিক তৈরির পরিকল্পনা করা হয়েছে এবং দেশের সর্বস্তরের গ্রামীণ জনসংখ্যার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮,০০০ কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রকল্প হাতে নেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ হতে এই কমিউনিটি ক্লিনিকসমূহে বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে ল্যাপটপ দেয়া হচ্ছে, যেমনঃ টেলিমেডিসিন, লোকাল হেলথ বুলেটিনে ডাটা হালনাগাদকরণ, সাধারণ নাগরিককে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ প্রদান ইত্যাদি। এই ল্যাপটপগুলোতে তারহীন ইন্টারনেট সংযোগ এবং অন্তর্গ্রথিত ওয়েব ক্যামেরা ও অডিও সিসটেম আছে। এই কমিউনিটি ক্লিনিকসমূহে সিএইচসিপিগণ স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। যদি কোন রোগীর একজন চিকিৎসকের নিকট থেকে সরাসরি স্বাস্থ্যসেবা সংক্রান্ত পরামর্শ দরকার হয় তবে এক্ষেত্রে টেলিমেডিসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাছের যে কোন উপজেলা হাসপাতালে উপস্থিত ডাক্তার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই সেবা দিতে পারবেন। এর ফলে কমিউনিটি ক্লিনিকসমূহে ডাক্তারের অনুপস্থিতি পূরণ করা সম্ভব হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS