0
৬নং বালুখালী ইউনিয়নে দর্শনীয় স্থান
রাঙ্গামাটি বালুখালী ইউনিয়নে কৃর্ষিফার্ম, পেদাটিং টিং, চাংপাং, টুকটুক ইত্যাদি দেশি বিদেশী সব মানুষের কাছে বেশ প্রিয় দর্শনীয় স্থান । রাঙ্গামাটি শহর হতে কাছাকাছি থাকার নদীপথে সকলের জন্য চলাচল ও যোগাযোগ সহজ হয়ে উঠার কারণে মানুষজন সহজেই মন তৃপ্তিতে কর্ম সম্পাদন করে । সকাল হলে চাকরী ও ব্যবসায়িক কাজে লোকজনকে এদিক ওদিক ছুটাছুটি করতে দেখা য়ায় বেশি । কাপ্তাই লেক বা হ্রদের কারণে এই ইউনিয়ন অত্যন্ত আকর্ষনীয় ও অপরূপ হয়ে উঠে সবার কোছে । অবলীলাময় দৃষ্টি আকর্ষিত হয় । এটি যেন হয়ে উঠে যৌবনভরা রূপবতী কর্ণফুলী লেক বা হ্রদ । এ দৃশ্য মানুষের অন্তরকে তৃপ্ত করে । সে জন্য এ ইউনিয়ন পর্যটকদের বারবার আসতে মন চাই ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস