Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এসএমএস-এর মাধ্যমে প্রসুতি পরামর্শ

একজন মা গর্ভ ধারণ করলে তিনি এসএসএস এর মাধ্যমে প্রসুতি পরামর্শ নিতে পারেন । এ জন্য তাকে এ সেবার জন্য রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশন করা সহজ । রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল ফেfনের সেমেজ অপশনে যান ।সেখানে টাইপ করুনঃ dghs reg lmp_data mobil_no name, উদাহরণঃdghs reg 0407201201713918545 maijina,

ব্যাখাঃ lmp হলো Last menstrual period(শেষ মাসিকের তারিখ)

লিখতে হবে এভাবে 04072012(অর্থাৎ ০৪জুলাই ২০১২-প্রথমে তারিখ,এরপর মাস,এরপর বছর)।মোবাইল নম্বর হলো, অাপনি যে মোবাইল নম্বরে পরামর্শ পেতে চান  নাম হলো প্রসূতি মায়ের নামঃ টাইপ করা  হয়ে গেলে মেসেজ পাঠাতে হবে ১৬৩৪৫ নম্বরে । ফিরতে মেসেজ রেজিস্ট্রেশন করার জন্য ধন্যবাদ জানানো হবে । প্রসূতি সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ জাননো হবে এবং সন্তানের জন্ম হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পরামর্শ প্রেরণ করা হবে ।প্রসূতি মা এসব পরামর্শ অনুসরন করলে নিরাপদ সন্তান জন্ম দিতে পারবেন এবং নবজাতকও সুস্থ থাকবে ।