Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

 

সভাপতি,

            জনাব বিজয় গিরি চাকমা

            চেয়ারম্যান

            ৬নং বালুখালী ইউনিয়ন পরিষদ রাঙ্গামাটি সদর

            স্থান- ইউনিয়ন পরিষদ মিলনায়তন

            তারিখ- ২১/০১/২০১৪  ইং সময়-সকাল ১০.০০ ঘটিকা

 

            সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন । সভাপতির সম্মতিক্রমে ইউপি সচিব সভার কাজ শুরম্ন করেন । সভায় বিভাগীয় কার্যক্রম সম্পর্কে নিম্নরুপ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় । সভায় উপস্থিত সদস্যবৃন্দের তালিকা পরিশিষ্ট ‘‘ক’’ দ্রষ্টব্য ।

 

ক্রমিক নং

আলোচ্যসূচী

আলোচনা

সিদ্ধামত্ম

দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ব্যাক্তি

১.

স্বাস্থ্য বিভাগ

 স্বাস্থ্য বিভাগ জানান যে, আগামী ২৫শে জানুয়ারী হইতে ৩০শে জানুয়ারী পর্যমত্ম হাম রম্নবেলা টিকা খাওয়ানো হবে । ১লা ফেব্রম্নয়ারী হইতে এলাকা ভিত্তিক ও ২৫শে জানুয়ারী হইতে ৩০শে জানুয়ারী পর্যমত্ম স্কুল পর্যায়ে খাওয়ানো হবে ।

১টি শিশু ও এই কর্মসূচী থেকে  যাতে বাদ না পড়ে বিষয়ে সকলকে দায়িত্বশীলতার সহিত কাজ করার সিদ্ধামত্সে ম গৃহীত হয় ।

অত্র ইউনিয়নের দায়িত্বরত সকল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।

২.

শিক্ষা সংক্রান্ত

এ সংক্রামত্ম বিষয়ে প্রধান শিÿক সবিনয় দেওয়ান  সম্প্রতি অনুষ্টিতব্য প্রাথমিক শিÿা সমাপনী  পরীÿার ফলাফল সভায় উপস্থাপন করেন । এতে দেখা যায় ১৬২ জন ছাত্র- ছাত্রীর মধ্যে ৬০ জন পাশ করেছে তম্মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪ জন । তিনি  আরো জানন যে, ইতি পূর্বেচেয়ারম্যান কর্তৃক ঘোষিত  কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা  বৃত্তি কার্যক্রম চালু করার প্রসত্মাব  রাখেন । এ বছর হতেহেমমত্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী চালু হতে যাচ্ছে । শিÿাখাতে একাডেমিক বাবদ বরাদ্দ রাখার প্রসত্মাব রাখেন ।

বর্তমান অর্জিত শিÿার মান বজায় রাখার জন্য সংশিস্নষ্ট সকলকে আরো নিষ্টার  সাথে কাজ করার আহবান জানান । এবছর হতে ইউনিয়ন পরিষদের পÿ হতে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হবে  । শিÿা খাতে বরাদ্দ রাখার সিদ্ধামত্ম গৃহীত হয় । 

অত্র ইউনয়নের কর্তব্যরত সকল শিÿক শিÿÿকা বৃন্দ ও ইউনিয়ন পরিষদ  ।

৩.

কৃষি সংক্রামত্ম

এ সংক্রামত্ম বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দগণ তাদের কার্যক্রম সভায় উপস্থাপন করেন । এতে দেখা যায়  বোরো মৌসুমে পূর্বাষ্ণলীয় সম্মনিত কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জাত উন্নয়ন,বীজ উৎপাদন,সেচ প্রদান, প্রযুক্তি উন্নয়নের কাজ চলছে । এ ছাড়া ও সারা বছর ইদুঁর দমন অতিরিক্ত ঠান্ডা জনিত বীজ তলার বিভিন্ন রোগের আগাম পরামর্শ দিয়ে যাচ্ছেন । উলেস্নখ্যযে, এ প্রকল্প  হতে বীজ ,সার , কীটনাশক  উপজেলা কৃষি অফিস, সদর এর মাধ্যমে বিতরণ করা হয়েছে ।

বিভিন্ন মৌজার  দায়িত্বে নিয়োজিতমত্ম প-সহকারী কৃষি কর্মকর্তাগণ যাতে স্থানীয় চাহিদা নিরম্নপনের সহিত সামঞ্জস্য রেখে কাজ করার সিদ্ধামত্ম গৃহীত হয় ।

কৃষি বিভাগ

৪.

প্রানী সম্পদ

এ বিষয়ের সংশিস্নষ্ট কর্মকর্তা জানান যে, গবাদী প্রানীর চিকিৎসা দেওয়া হয়েছে ১৩৫  টি । হাসঁ মুরগীর চিকিৎসা দেওয়া হয়েছে ১০৪৫ টি ।কৃত্রিম প্রজনন স্বাভাবিক ভাবে চলিতেছে ।

প্রতিশেধক টিকা ও ভ্যাকসিন টিকা সেবন যাতে প্রত্যেক গবাদী পশু নিশ্চিত ভাবে পায় সে বিষয়ের  অত্র ইউনিয়নের  দায়িত্বরত কর্মকর্তাকে অনুরোধ জানানো   হয় ।

প্রাণী সম্পদ বিভাগ

৫.

ইউএনডিপি

এ সংক্রামত্ম বিষয়ে সভাপতি সভায় জানান যে, ইউএনডিপি হতে অত্র পরিষদের জন্য লজেষ্ট্রিক সার্পোট বাবদ ২,০০,০০০ টাকা বরাদ্দ পাওয়া যায় । উক্ত  বরাদ্দের বিপরীতে ইউনিয়ন পরিষদের অত্যাবশকীয় জিনিস পত্র ক্রয়ের আলোচনা হয় এবং এবিডিআই প্রকল্পের কিলস্ন্যা পাহাড়/কান্দেবছড়া এলাকার উন্নয়ন কমিটি ইতি পূর্বে দাখিলকৃত  ফাইবের বোট ক্রয় প্রকল্পটি ইউএনডিপি কর্তৃক  ঝুকি পূর্ন হিসেবে চিহৃিত হওয়ায়   উক্ত প্রকল্পের বিপরীতে  অধিকতর জনগুরম্নত্ব পূর্ন  কান্দেবছড়া বৌদ্ধ বিহার হইতে  কান্দেবছড়া নীচু পাড়া পর্যমত্ম ব্রিক সলিন ও কিলস্ন্যামুড়া মধ্য পাড়ার নুনু বুড়ি ত্রিপুরা বাড়ী হইতে কারবারীর  পাড়ার বাবুমনি ত্রিপুরার কিজিং পর্যমত্ম ব্রিক সলিন প্রকল্পের বাসত্মবায়নের অদ্যকার সভায় প্রসত্মাব রাখেন । আরো উলেস্নখ্যযে, এমডিজি বেগবান প্রকল্পের পাবলিক মিটিং এর অদ্যকার সভায় উপস্থিত  সকলেই ইতি পূর্বে প্রসত্মাবিত ছাগল পালন প্রকল্প  বাসত্মবায়নের  জন্য পুনরায় প্রসত্মাব রাখেন । 

 লজেষ্ট্রিক সার্পোট বাবদ প্রাপ্ত বরাদ্দ দ্বারা ১টিবোট নির্মাণ  ও অফিসের প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়ের সিদ্ধামত্ম গৃহীত হয় । কান্দেবছড়া  ও কিলস্ন্যা মুড়ায় কাচা রাসত্মায় ইট বিছানো প্রকল্পের বাসত্মবায়নের  ও এমডিজি প্রকল্পের ছাগল পালন প্রকল্প বাসত্মাবায়নের  সিদ্ধামত্ম  গৃহীত হয় ।

ইউনিয়ন পরিষদ ও  ইউএনডিপি 

৬.

হাইসাওয়া

এ সংক্রামত্ম বিষয়ে সভায় জানানো হয় যে, ৫টি ডিপটিউবওয়েল স্থাপনের কার্যাদেশ সংশিস্নষ্ট ঠিকাদারকে  প্রদান করা হয় । পিএনজিওর অগ্রীম বাবদ ১০% অর্থ হাইসাওযা কর্তৃক পাওয়া যায় ।সদ্য সমাপ্ত মরিচ্যাবিলে ১টি টিউবওয়েল স্থাপনের বিলের টাকা হাইসাওয়া কর্তৃক পাওয়া যায় ।

পিএনজিওর নামে প্রাপ্ত অর্থ হিল ফ্লাওয়ার এর নামে চেক প্রদানের ও মরিচ্যাবিল কাজের সংশিস্নষ্ট ঠিকাদারের নামে ভ্যাটসহ চেক  প্রদানের সিদ্ধামত্ম গৃহীত হয় ।

ইউনিয়ন পরিষদ

৭.

এলজিএসপি

২০১৩-২০১৪ অর্থ বছরে এলজিএসপি-২ প্রকল্পের  আওতায় ১ম কিসিত্ম বাবদ প্রাপ্ত বরাদ্দ দ্বারা গৃহীত প্রকল্পের কাজ চলমান বলে সংশিস্নষ্ট ওয়ার্ড কমিটির সভাপতিগণ হতে জানা যায় ।

চলমান প্রকল্পের কার্যক্রম সুষ্টুভাবে বাসত্মবায়ন ও মনিটরিং করার জন্য স্কিম ওয়ার্ড কমিটি ও স্কিম সুপাভিশন কমিটির সকল সদস্য বৃন্দকে অনুরোধ জানানো হয় ।

স্কিম ওয়ার্ড কমিটি  ও স্কিম সুপারভিশন কমিটি

৮.

ভিজিডি

জানুয়ারী /১৪ ইং মাসের ভিজিডি কর্মসূচীর আওতায় ১৪০ জন কার্ডধারী মহিলার মাঝে তদারকি কর্মকর্তা উপস্থিতিতে সুষ্টুভাবে বিতরণ করা হয় ।

নিয়মিত মাসিক ভিজিডি প্রতিবেদন মহিলা সংস্থা অদিদপ্তরে প্রেরণের সিদ্ধামত্ম গৃহীত হয় ।

ইউনিয়ন পরিষদ

 

       সভায় আর কোন বিশেষ আলোচনা না থাকায় সভাপতি  উপস্থিত সকলকে আবারো আমত্মরিক ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন ।

 

 

                                                                                                     বিজয় গিরি চাকমা

 

অনুলিপি সদয়  জ্ঞাতার্থে

১.চেয়ারম্যান, উপজেলা পরিষদ

২. উপজেলা নির্বাহী অফিসার, সদর


 

                                                                                                         চেয়ারম্যান

                                                                                                   ৬নং বালুখালী ইউপি                

                                                                                                 রাঙ্গামাটি সদর উপজেলা ।