বালুখালী ইউনিয়নে
ভাষা ও সংস্কৃতি
ভাষাঃ চাকমা,মারমা.পাংখোয়া,ত্রিপুরা,তঞ্চঙ্গ্যা ৫টি জনগোষ্ঠীর বসবাস। ইহা ছাড়াও খ্রীস্টান,হিন্দু, মুসলিম, বড়ুয়া অত্র ইউনিয়নে সৌহার্দ সহমর্মীতে বসবাস করে অাসছে । তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে জীবন জীবিকা নির্বাহ করে ।
এতদঞ্চলের আদিবাসী সংস্কৃতি অত্যন্ত উজ্জ্বল এবং বৈচিত্রময়। এখানকার ৯টি জাতিসত্তার বিশাল সংস্কৃতির ভান্ডার রয়েছে।তারা পূর্বপুরুষদের সংস্কৃতির ধারাপরম মমতায় যুগ যুগ ধরে রক্ষা করে চলেছে। আধুনিক শিক্ষা, মোঘল-ইংরেজ-বাঙালি সংস্কৃতির ছোঁয়া, নগরায়ন ও আকাশ সংস্কৃতি আদিবাসীদের সাংস্কৃতিক পরিমন্ডলকে যথেষ্ট প্রভাবিত করেছে তা ঠিক। এতে তাদের ভাষা, পোশাক, আহার ও জীবন ধারায় পরিবর্তনও লক্ষনীয়। তা সত্ত্বেও সংস্কৃতির বিচারে তাদের এখনো আলাদাভাবে চেনা সম্ভব। এ ধারা আরো অনেকদিন অব্যাহত থাকবে তা নির্দ্বিধায় বলা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস