Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বালুখালী ইউপি

ইউনিয়নপরিষদকে জানুন

 

১৯৫৮ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ফিল মার্শাল আইয়ুব খান পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করেন। তিনি ১৯৫৯ সালে রাষ্ট্রপতির আদেশ নং- ১৮ বলে ১৮৭০ সালের গ্রাম চৌকিদার আইন (১৮৭০ সালের ৬ নং আইন) ১৮৮৫ সালের বন্দীয় স্থানীয় স্বায়ত্বশাসন আইন (১৮৮৫ সালের ৩ নং আইন) রহিত করে মৌলিক গণতন্ত্র আদেশ ১৯৫৯ জারী করেন। উক্ত ব্যবস্থার অধীনে  ৫৮নং হাজারীবাক মৌজা, ১১৬ নং রাঙ্গামাটি মৌজা, ১১৪ নং বালুখালী মৌজা, ১২৫ নং ফুলগাজী মৌজা, ১২৯ নং কাইন্দ্যা মৌজা, ১২৩ নং হেমন্ত মৌজা ও ১২৮ নং বসন্ত মৌজা নিয়ে ৬নং বালুখালী ইউনিয়ন কাউন্সিল গঠন করা হয়। এর সদস্য সংখ্যা ছিল ৯ জন। তৎমধ্যে ৬ জন নির্বাচিত ও ৩ জন মনোনীত। এর মেয়াদ কাল ছিল ৫ বৎসর। নির্বাচিত সদস্যদের ভোটে তাদের মধ্যে থেকে ১ জন চেয়ারম্যান ও ১ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতেন। নির্বাচিত সদস্যদের ভোটে, প্রাদেশিক পরিষদ ও জাতীয় পরিষদের সদস্য, এমনকি দেশের রাষ্ট্রপতিও নির্বাচিত হতেন। ১৯৬২ সালে মনোনয়ন প্রথা বাতিল করা হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ছাড়াও ইউনিয়ন কাউন্সিলকে ৩৭ টি কার্য্যাবলী সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়। রাঙ্গামাটি সদর উপজেলার পুব-দক্ষিণ কোণে অবস্থিত একটি দূর্গম ও জনবহুল ইউনিয়ন। ইহা ৭টি মৌজা নিয়ে গঠিত। বর্তমান মৌজা প্রধান (হেডম্যান) হিসাবে ৫৮ নং হাজারীবাক মৌজায় সুকুমার দেওয়ান, ১১৬ নং রাঙ্গামাটি মৌজায় চাকমা সার্কেল চীফ বাবু দেবাশীষ রায় বাহাদুর দায়িত্বেরত আছেন, ১১৪ নং বালুখালী মৌজায় বাবু অরুনময় চাকমা, ১২৫ নং ফুলগাজী মৌজায় বাবু ইন্দ্র মোহন চাকমা, ১২৯ নং কাইন্দ্যা মৌজায় বাবু নবদ্বীপ দেওয়ান, ১২৩ নং হেমন্ত মৌজায় বাবু কুলেশ বিকাশ দেওয়ান, ও ১২৮ নং বসন্ত মৌজায় বাবু শিয়াল জল পাংখোয়া দায়িত্বেরত আছেন। রাঙ্গামাটি সদর থেকে যোগাযোগ ও যাতায়াতের একমাত্র মাধ্যম নৌ-পথ।

(১)      সীমানা: অত্র ইউনিয়নের-

         উঃ ৫নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন কাগত্যাপাড়া।

         দঃ মগবান ইউনিয়ন ও বিলাইছড়ি উপজেলা  ।

         পূঃ ১ নং সুবলং ইউনিয়ন বরকল উপজেলা এবং ২ নং বনযোগীছড়া ইউনিয়ন জুরাছড়ি উপজেলা ।

         পঃ রাঙ্গামাটি পৌরসভা এলাকা।

(২)     আয়তন:  ৬৭.৫০ বর্গ কিলোমিটার।

(৩)     জনসংখ্যা: পুরুষ: ৪,২৫৭ জন।

                      মহিলা: ৪,০১৪ জন।

                      মোট: ৮,২৭১ জন

(৪) পরিবার সংখ্যা: ১,৮৪১ পরিবার।

 

(৫) গ্রামের সংখ্যা –  ৩৭টি

 

৬) মৌজার সংখ্যা –৭টি (সাত)

 

৭) হাট/বাজার সংখ্যা – নাই

 

৮) শিক্ষার হার – ৮০%

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-  ৯টি

    নিম্ন মাধ্যমিকবিদ্যালয়ঃ ৩টি

 

৯) দায়িত্বরত চেয়ারম্যান – বিজয় গিরি চাকমা

 

১০) ইউপি ভবন স্থাপন কাল –  

 

১১) নব গঠিত পরিষদের বিবরণ –

 ক) শপথ গ্রহণের তারিখ –  ১১/০৮/২০১১

 খ) প্রথম সভার তারিখ – ১১/০৮/২০১১

 গ) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ৩০/০৬/২০১৫

 

১২) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।